নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করছে আওয়ামী লীগ সরকার : আল্লামা জুনায়েদ বাবু নগরী
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, আল্লাহর রাসূলের দুশমন নাস্তিকরা যখন আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি এবং কটূক্তি করতেছিল তখনই আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমরা নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে বিচারের দাবিতে রাজপথে হেফাজতে ইসলামের আন্দোলন শুরু করি। তিনি বলেন, আল্লামা আহমদ শফী প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত নন। শুধুমাত্র ঈমান রক্ষার দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। নাস্তিকদের অভিভাবক আ’লীগ সরকার নাস্তিকদের বিচার না করে তাদের পৃষ্ঠপোষকতা করছে। বিগত ৫ মে রাতের অন্ধকারে হেফাজত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য হেফাজত কর্মীদের শহীদ করে। আমাকে অন্যায়ভাবে গ্রেফতার পূর্বক রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। অবশেষে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে মুক্তি লাভ করি। দেশে আজ ইসলাম, মানবতা, গণতন্ত্র নিরাপদ নয়, এই অবস্থায় আপনারা হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যান আল্লাহর আপনাদের সাহায্য করবেন।
হেফাজতে ইসলাম সিলেট মহানগর সেক্রেটারি মুফতী ফয়জুল হক জালালাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত বুধবার তার সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম সৈনিক ফোরাম সিলেট বিভাগীয় আহ্বায়ক লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, হেফাজতে ইসলাম সিলেট মহানগর সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা নাছির উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা রমিজ উদ্দিন ও মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।