মুসলিম বিরোধী টুইটের জন্য ট্রাম্পের ক্ষমা প্রার্থনা
যুক্তরাজ্যের কট্টর-ডানপন্থি একটি গ্রুপের টুইট করা মুসলিম বিরোধী ভিডিও ‘না জেনে’ রিটুইট করেছেন এবং এজন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত টুইটের কারণে প্রায়ই খবরে আসা ট্রাম্প এই প্রথম নিজের কোনো টুইটের জন্য ক্ষমা চাওয়ার কথা বললেন। গত বছর নভেম্বরে মুসলিম-বিরোধী ওই ভিডিও রিটুইট করেন ট্রাম্প। যা নিয়ে বিতর্কের ঝড় উঠে; যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এজন্য ট্রাম্পের সমালোনা করেন। যুক্তরাজ্যের আইটিভিতে শুক্রবার ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। ওই টুইটের কারণে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি জাতিগত বিদ্বেষ থেকে ওই ভিডিও তৈরি করা হয় তবে তিনি ক্ষমা চাইবেন।