আফরিন অভিযান নিয়ে থেরেসা-এরদোগান ফোনালাপ

teresa-erduganসিরিয়ার আফরিনে তুরস্কের সেনাবাহিনীর চলমান অভিযান নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।
ফোনালাপে দুই নেতা আফরিন নিয়ে নিজেদের চিন্তাভাবনার কথা একে অপরের সঙ্গে আলোচনা করেন। দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে আফরিনে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে থেরেসা মেকে অবহিত করেন এরদোগান।
এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। একই সঙ্গে পিকেকে ও অন্যান্য সন্ত্রাসীদের ভয়ে বাড়িছাড়া মানুষকে তাদের ঘরবাড়িতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।
খবরে বলা হয়েছে, আফরিনে আদামা এলাকায় অভিযান শেষে সেনাবাহিনী গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করেছে। এছাড়া সেনাবাহিনীর ডাক্তাররা স্থানীয়দের চিকিৎসাসেবা দিচ্ছে।
তুর্কি সেনাপ্রধান হুলুসি আকন বলেন, তুরিস্কের সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসীদের নিষ্ঠুরতা থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা ও শান্তি দিতে চেষ্টা করছে সেনাবাহিনী।
অন্যদিকে সিরিয়ার আফরিনে সেনা অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূল করতে তুরস্ক একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ অভিযানে আফরিন অঞ্চলে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তায় তুরস্ক সজাগ রয়েছে। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় নিজ দলের এক সভায় এরদোগান এসব কথা বলেন।
আফরিন অঞ্চলে পরিচালিত অভিযান ইতিমধ্যে আজাজ অঞ্চলেও বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছেন এরদোগান। তবে অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা তুরস্কের নেই জানিয়েছে তিনি বলেন, তুরস্ক অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াবে না। তবে যদি কেউ সামরিক আগ্রাসন চালায় তাহলে তাদের মোকাবেলা করা হবে।
আফরিন ও আজাজে তুরস্কের অভিযানের লক্ষ্য হচ্ছে দেশটির সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। এরদোগান বলেন, সন্ত্রাসীরা পর্যায়ক্রমে প্রস্তুতি নিচ্ছিল এবং তুরস্কের সীমান্তের দিকে এগোচ্ছিল, যা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এসব হুমকি মোকাবেলায় তুরস্ক একাই যথেষ্ট জানিয়ে এরদোগান বলেন, তুরস্ক এসব সন্ত্রাসীর দমনে একাই যথেষ্ট। এজন্য কোনো দেশের সহায়তার প্রয়োজন নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের অভিযান আমাদের নিরাপত্তার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে।
আফরিন ও আজাজ অঞ্চলে অভিযান শেষ হওয়ার পর তুর্কি বাহিনী মানজিব প্রদেশেও অভিযান চালাবে বলে জানান এরদোগান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button