‘আ.লীগ নৌকা নিয়ে এসেও গোলা ভরে ধান দেয়’

PMপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ধান নিয়ে ক্ষমতায় আসে, আর দেশ খাদ্যে ঘাটতিতে পড়ে। কিন্তু আওয়ামী লীগ নৌকা নিয়ে আসে, আর গোলা ভরে ধান দেয়। আপনারা আবারো নৌকায় ভোট দিন, উন্নয়ন অব্যাহত থাকবে।
শনিবার বিকালে রাজধানীর আজিমপুর গালর্স স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত  জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিরোধীদল হেফাজতকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের এসব অপপ্রচারে কোনো ফল হবে না। সব অপপ্রচার ভেদ করেই ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলবো।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়ব যেখানে কেউ অশিক্ষিত ও চিকিৎসাহীন থাকবে না।  খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।
লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জনসভার আগে ইডেন মহিলা কলেজে এক হাজার আসনবিশিষ্ট ১০ তলা একটি নতুন মহিলা হোস্টেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আজিমপুর স্কুল এন্ড কলেজকে সরকারিকরণের ঘোষণা দেন তিনি। মিটফোর্ড জিআইএস বিদ্যুৎ (৩১) উপকেন্দ্র উদ্বোধন করেন। লালবাগ এলাকায় ৩টি উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনসহ বহুতল শহীদ নগর মাতৃসদন, ইসলামবাগ কমিউনিটি সেন্টার কাম মার্কেট, বহুতল মাতৃসদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button