লন্ডনের সিনিয়র সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল আর নেই

belalলন্ডনের সিনিয়র সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল আর নেই। শুক্রবার লন্ডন সময় বিকাল ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল আহমদের জানাজা ২৭ জানুয়ারি, শনিবার জোহরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বেলাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন থেকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বৃহস্পতিবার পূর্বলন্ডনের রয়েল লন্ডন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শাহাব উদ্দিন বেলালের পরিবারকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে বলে জানান। এরপর চিকিৎসকরা তার মৃত্যুর ঘোষণা দেন।
সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের মৃত্যুর সংবাদে সাংবাদিক ও কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর খোজ খবর নিতে শুভাকাঙ্খীরা তার বাসা এবং হাসপাতালে ভিড় করেন।
উল্লেখ্য, গত ২৫জানুয়ারী পূর্বলন্ডনের রয়েল লন্ডন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শাহাব উদ্দিন বেলালের পরিবারকে জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির ঘটেছে যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button