সাঁতার কাটতে গিয়ে বৃটিশ নাগরিকের মৃত্যু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়তুল আমান মসজিদ সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত এক বৃটিশ নাগরিক মারা যান। তার নাম মাওলানা আতিফ মোহম্মদ (২৮)। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাবলিগ জামাতে আসা মাওলানা আতিফ তার দুই সঙ্গীসহ পুকুরে গোসল করতে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাঁতার প্রতিযোগিতা করে পুকুরের একপাড় হতে অন্যপাড়ে যাওয়ার সময় পানিতে ডুবে যান তিনি। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে সঙ্গীরা দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা সংজ্ঞাহীন অবস্থায় পুকুর থেকে মাওলানা আতিফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি গোলাম সারওয়ার জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিটিশ হাইকমিশনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত করে দূতাবাসের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, মাওলানা আতিফ মোহম্মদ একজন তাবলিগ জামাতের সদস্য ছিলেন। ১৩ সদস্যের এ জামাতটি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বাইতুল আমান মসজিদে আসে।