সৌদি তথ্য মন্ত্রীর সাথে বাংলাদেশের তথ্য উপদেষ্টার বৈঠক
সৌদি আরব ও বাংলাদেশের গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে সৌদি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. আওয়াদ সালেহ আল আওয়াদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সৌদি স্হানীয় সময় সোমবার দুপুরে রিয়াদে অবস্থিত কিং ফাহাদ কালচারাল সেন্টারে দ্বিপাক্ষিক এ বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সৌদি প্রেস এজেন্সীর ওয়েব পোর্টালে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও সংবাদ প্রচারের অনুরোধ জানালে সৌদি তথ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দেন। এছাড়াও দু দেশের সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের জন্য দ্বিপাক্ষিক সফরের উপর তিনি গুরুত্ব দেন। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও সৌদি আরবের রাষ্ট্রীয় কেএসএ টিভির সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান বিনিময়ের জন্য আহবান জানান ইকবাল সোবহান চৌধুরী।
এ সময় আরো উপস্হিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর উপদেষ্টা ফাহিম আল হামিদ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, দূতাবাস দিতীয় প্রেস সচিব ফখরুল ইসলাম।