প্রবাসীদের জন্য সিলেটে পৃথক হেল্প ডেক্স হবে: মেয়র আরিফ

sabinaলন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের স্পীকার সাবিনা আক্তারের আমন্ত্রণে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী টাউন হল সফর করেন। ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে স্পীকার সাবিনা আক্তার মেয়র হকের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেন।
দুপুর সাড়ে ১২ টায় স্পীকার সাবিনা আক্তারের  সভাপতিত্বে ও ডেপুটি স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার পরিচালনায় স্পীকারের কার্যালয়ে  অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র জন বিগস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, সাবেক স্পীকার ও কেবিনেট মেম্বার কাউন্সিলার আব্দুল  মুকিত চুন্নু  এমবিই, সাবেক স্পিকার কাউন্সিলার রাজিব আহমদ, সাবেক স্পিকার কাউন্সিলার খালিছ উদ্দিন, সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান, জেনেথ রহমান, সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট নজরুল ইসলাম বাসন, টাওয়ার  হ্যামলেট কেয়ারার্স এসোসিয়েশনের উপদেষ্টা এম আব্বাছ উজ জামান।
সভায় উভয় মেয়র সিলেটের উন্নয়নে টুইনিং প্রজেক্ট আবার চালু ও উভয় প্রতিষ্ঠানের মধ্যে ডেলিগেট বিনিময়ের ব্যাপারে সম্মত হন। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী প্রবাসীদের কল্যাণে “হেল্প ডেক্স ফর এন আর বি” প্রতিষ্ঠারও ঘোষণা দেন। সভার শেষ পর্যায়ে  স্পীকার সাবিনা  আক্তার  মেয়র  আরিফুল হক চৌধুরীর হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।
সিটি মেয়র আরিফ তার বক্তব্যে বলেন, সিলেট সিটি কর্পোরেশন এবং টাওয়ার হ্যালেটস কাউন্সিল এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা সত্যিকার অর্থে একটি পরিবারের মতো। সিলেটের মানুষ এই কউন্সিলকে ভালবাসেন। মেয়র আরিফ সিলেট নগরীকে একটি আধুনিক এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে টাওয়ার হেমলেটস কাউন্সিলের এক্সপার্টদের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য সফররত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা আব্দুর রকিব চৌধুরী, দা সানরাইজ টুডে’র সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, যুক্তরাজ্য জাসাস সেক্রেটারী তাজবির চৌধুরী শিমুল, আব্দুল লতিফ চৌধুরী, আবু সালমান মুরাদ, শাহা রানা, রুমান আহমদ ও কমিউনিটি একটিভিস্ট হায়দার রহমান প্রমুখ।
sabina

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button