পদত্যাগের প্রশ্নই আসে না: থেরেসা মে
পদত্যাগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তিনি এত সহজে হাল ছাড়ার মানুষ নন। তাই পদত্যাগের প্রশ্নই আসে না।
নিজ দলের এমপি ও দাতাদের প্রবলচাপের মুখেও প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের নির্বাচনের আগ পর্যন্ত লম্বা সময় পার করতে চান থেরেসা মে।
বাণিজ্য সফরে তিনদিনের কর্মসূচিতে চীনে যাওয়ার সময় ফ্লাইটে বসেই মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি জায়গা ছাড়তে শিখিনি। এখনও অনেক কাজ সম্পন্ন করা বাকি রয়ে গেছে।
আর এই মুহূর্তে আমার সবচেয়ে বড় কাজ হল একটি যথার্থ ব্রেক্সিট চুক্তি অর্জন করা। এছাড়া, আমাদের এখন নিজেদের অর্থনীতি, আইন ও সীমান্তের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে, যেন আমরা সারাবিশ্বের সাথে বাণিজ্যচুক্তি করতে পারি।
যেমন, আমি এখন বাণিজ্য সফরে চীনে যাচ্ছি, আর আমার এ সফরের লক্ষ্য হল, ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করে গ্লোবাল ব্রিটেনকে সমৃদ্ধ করা।