জিনিয়াস কালচারাল গ্রুপের আত্মপ্রকাশ

jiniasআমিন মুনশি: ১ফেব্রুয়ারি রাজধানীর পল্টনের ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন জিনিয়াস কালচারাল গ্রুপ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ খতিব তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী।
আবৃত্তিকার কবি রিফাত খানের উপস্থাপনায়, নিজাম উদ্দীন আল আদনান এবং শাহ নেওয়াজের ব্যবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খতিব তাজুল ইসলাম বলেন, ‘শুধু গতানুগতিক ধারা নয় যুগোপযোগী করে সকল মেধা যোগ্যতার সমাহার ঘটিয়ে বিশ্বমানের বহুমুখী কিছু শিল্প ও সংস্কৃতি আমরা উপহার দিতে চাই। মিস্টার ও মৌলভীর মাঝের বিভাজন ভেঙে আকাশ সংস্কৃতির ভয়াল থাবা থেকে জাতিকে বাঁচাতে সবাইকে নিয়ে কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি। যার যার অবস্থান থেকে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে’।
মুফতি আবুল হাসান শামসাবাদী বলেন, বাতিল যেভাবে আগ্রাসন চালায় আমাদের সেভাবেই তার মোকাবিলা করতে হবে। জিনিয়াস কালচারাল গ্রুপের নামের মধ্যেই আছে একটি ব্যাপকতা। আমরা আশা রাখি তারা শুধু সংগীতে নয় সংস্কৃতির প্রতিটি অঙ্গনে বিশুদ্ধ অবদান জাতিকে উপহার দেবে।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন নূরবিডি ডটকমের সম্পাদক সৈয়দ শামছুল হুদা, বিশিষ্ট লেখক মুফতী মহিউদ্দীন কাসেমী, পীর ইয়েমেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, সবার খবর সম্পাদক আব্দুল গাফফার, লেখক মুহাদ্দিস কাজি হানিফ, লেখক খালেদ ফেরদৌস, এইচ এম সাইফুল ইসলাম, কাজি আমীনুল ইসলাম, হাফেজ মুহাম্মদ সা’দ সুরাইল ও হাফেজ ওহীদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button