মুসলিম বিমানকর্মীদের হিজাব বাধ্যতামূলক করল ইন্দোনেশিয়া

Malaysia Launches Its First Shariah Compliant Airlinesইন্দোনেশিয়ার সবকটি বিমান সংস্থাকে তাদের ফ্লাইটগুলিতে মুসলিম ধর্মাবলম্বী মহিলা কর্মীদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে। ইন্দোনেশিয়ার বান্দা আকে প্রদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বসবাস করে। রাষ্ট্রীয়ভাবে এই প্রদেশে ইসলামি শরিয়তি আইন পালন করা হয়। তারই জের ধরে রেখে নতুন নিয়ম চালু করল দেশটির প্রাদেশিক সরকার। এরআগেও প্রদেশটিতে সাধারণ মহিলাদের জন্য শরিয়তি হিজাব তথা পর্দাপ্রথা পালন করা বাধ্যতামূলক করা হয়। এ ছাড়াও ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের মহিলাদের পোশাকের জন্যও আলাদা নিয়ম জারি করা হয়৷ সেই নির্দেশিকায় বলা হয় প্রকাশ্যে পূর্ণ শালীনতা বজায় রাখতে হবে। তবে বিমানকর্মীদের হিজাব বাধ্যতামূলক করা বিরল দৃষ্টান্ত। উল্লেখ্য, বান্দা আকে প্রদেশে দীর্ঘদিন যাবৎ স্বায়ত্ত শাসনের আন্দোলন চলছিল। পরবর্তী কালে ২০০১ সালে স্বায়ত্ত শাসন লাভ করে এই প্রদেশ৷ বান্দা আকের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে বিশটিরও বেশি বিমান ওঠা নামা করে। এ ছাড়াও বেশ কিছু বিমান রয়েছে, যেগুলি আন্তর্জাতিক বিমান। এই বিমানগুলি প্রতিবেশী দেশ মালয়শিয়া ও সৌদি আরবে যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button