বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘের টুইট

unবিশ্ব শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ। ১৯৮৮ সাল থেকে বিগত ৩০ বছর যাবৎ বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা।
সংস্থার দাফতরিক টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, গত ৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে। এই সকল সাহসী নারী ও পুরুষরা তাদের জীবন বাজি রেখে শান্তিরক্ষার জন্য কাজ করছে।
টুইট বার্তার সঙ্গে দেয়া ছবিতে বলা হয়েছে, ধন্যবাদ বাংলাদেশ, তোমার সেবা ও আত্নত্যাগের জন্য।
বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর সূত্র অনুসারে, সেনা, নৌ, এবং বিমান বাহিনীর এক লাখ ২৮ হাজার, ৫৪৫ জন সদস্য ৪০টি দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে । বাংলাদেশ পুলিশ সূত্র অনুসারে, এ পর্যন্ত ১৮ হাজার ৭৫ জন পুলিশ ২১টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে।
বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধে বাংলাদেশ থেকে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। এ তালিকায় প্রথমে আছে ভারত, এরপর পাকিস্তান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button