নাশিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ প্রত্যাহার
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে কারাগারে আটক বিরোধীদলীয় নেতাদের কয়েকজনকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ-সংক্রান্ত একটি রুল জারি করার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে প্রেসিডেন্ট আবদুলস্নাহ ইয়ামিনের বিরুদ্ধে অপশাসন, ক্ষমতার অপব্যবহার ও অবাধ দুর্নীতির অভিযোগ এনে সর্বোচ্চ আদালতে তার সাময়িক পদচু্যতির দাবিতে রুল আবেদন করেছিল বিরোধীদলীয় জোট। বৃহস্পতিবার আদালত ওই রুল আবেদন গ্রহণ না করলেও অন্যায্য বিচারের কারণে কারারুদ্ধ ৯ রাজনীতিককে মুক্তির নির্দেশ দেয়। এছাড়া গত বছর দলত্যাগ করে বিরোধী দলকে সমর্থন জানানো সরকারদলীয় ১২ এমপিকে তাদের আসনে পুনর্বহালেরও আদেশ দিয়েছে আদালত। ওই ১২ এমপি সমর্থন দেয়ায় পার্লামেন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস করাতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিরোধী দল।