মালদ্বীপে প্রথম দফায় নাশেদের বিজয়
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় বিজয়ী হয়েছেন দেশটির ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশেদ। তবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য দ্বিতীয় দফার নির্বাচনে লড়তে হবে তাকে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে, নাশেদ ৪৫ শতাংশ জনসমর্থন পেয়েছেন। তবে আইন অনুযায়ী কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের আয়োজন করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বরের পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে দুই লাখ ৩৯ হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশেদ ক্ষমতা ছাড়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল। সূত্র: দ্য হিন্দু।