যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের

rocketযাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘ফ্যালকন হেভি’। মঙ্গলবার রকেটটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
ফ্যালকন হেভি বিশ্বের সবচেয়ে বেশি কার্গো বহনে সক্ষম। প্রায় ৬৪ টন কার্গো বহন করতে পারে এটি। এটি শক্তিশালী রকেট ডেল্টা ফাইভ হেভির তুলনায় দ্বিগুণ শক্তিশালী এবং লন্ডনের রাস্তায় চলা ৫টি দোতলা বাসের সমান। এ রকেটের ইঞ্জিনের সংখ্যা ২৭টি। ইঞ্জিনগুলো তিনটি বুস্টারের সঙ্গে সংযুক্ত। তা ছাড়া ব্যক্তিগত অর্থায়নে কার্গো নিয়ে মহাকাশের পথে পাড়ি জমানো এটিই প্রথম রকেট।
ব্যক্তিমালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স প্রতিষ্ঠাতা এলন মাস্কের এই প্রকল্পটি নিয়ে ছিল নানারকম আশঙ্কা। কিন্তু সফলভাবেই আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়ে গেছে এটি।
রকেটটির সফল উৎক্ষেপণে আনন্দ প্রকাশ করে ৪৬ বছর বয়সী প্রযুক্তিবিদ এলন মাস্ক বলেন, কোনো রকেট প্রথমবার উৎক্ষেপণ অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। কিন্তু সৌভাগ্যবশত এমন কিছু ঘটেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button