বুকে নয়, পিঠের বাইরে হৃৎপিণ্ড নারীর!
রূপকথা আর জীবন এক নয়। কিন্তু সময়ে সময়ে দুটো মিলে যায়। ব্রিটেনের এই মহিলার নাম সেলওয়া হুসেন। ৩৯ বছরের ওই নারীর হৃৎপিণ্ড নেই! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কয়েক মাস আগে সেলওয়া হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা দেখেন, সেলওয়ার যা পরিস্থিতি, তাতে হৃদযন্ত্র প্রতিস্থাপন না করলে বাঁচানো যাবে না। কোনও হৃৎপিণ্ড না পেলে কৃত্রিম হৃৎপিণ্ডই বসাতে হবে শরীরে।
শেষ পর্যন্ত কৃত্রিম হৃদযন্ত্রই বসাতে হয় সেলওয়ার শরীরে। বাংলাদেশি মুদ্রায় খরচ হয় প্রায় ৮০ লাখ টাকা। বুকে বসানো ওই হৃৎপিণ্ডকে চালাতে পিঠের ব্যাগে রাখতে হয় একটি মোটর। ওই ব্যাগ পিঠেই দিনরাত কাটে সেলওয়ার। কেবল মোটরটিই নয়, দু’সেট ব্যাটারিও থাকে ব্যাগের মধ্যে। কেননা, একটি স্ট্যান্ডবাই ব্যাটারি না থাকলে অন্য ব্যাটারিটির চার্জ শেষ হয়ে গেলেই মহা বিপদ! তাই সাবধানে থাকতেই হয় সেলওয়াকে।
তবে মুখের হাসিটি অমলিন এই সাহসিনীর। পুত্র-কন্যা নিয়ে সংসারে ব্যস্ত জীবন তার। তার হাসিমুখের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।