দলীয় পদ হারালেন নোবেলজয়ী কারমান
নোবেলজয়ী ইয়েমেনি তাওয়াক্কোল কারমানের সদস্য পদ বাতিল করেছে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির মিত্র দল ইসলাহ পার্টি। ইয়েমেনে সউদী নেতৃত্বাধীন অভিযানকে ‘দখলদারদের কর্মকান্ড’ বলে উল্লেখ করার পর তার সদস্য পদ বাতিল করা হয়। মূলত, প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থনেই ইয়েমেনে অভিযান চালাচ্ছে সউদী জোট। ইয়েমেনের সাংবাদিক, রাজনীতিক তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান আল-ইসলাহ দলের একজন প্রবীণ সদস্য। আরব বসন্ত বিক্ষোভে ভূমিকার জন্য প্রথম ইয়েমেনীয় ও আরবীয় নারী হিসেবে ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার জিতে নেন তিনি। ওই বিক্ষোভের মধ্য দিয়ে স্বৈরাচারী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহকে উৎখাত করা সম্ভব হয়েছিল।