ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি’র খবর ভিত্তিহীন
‘ইসরাইলগামী বিমানগুলোকে নিজের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে সৌদি আরব’ এমন সংবাদকে ভিত্তিহীন বলেছে সৌদি আরব। সৌদি আরবের বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষের মুখপাত্র এ সংবাদকে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছেন। ইসরাইলের একটি গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশ হয়েছিল।
গত বুধবার ইসরাইলের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরাইলগামী বিমানগুলোকে নিজের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে সৌদি আরব। যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গত এক বছর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করার যে উদ্যোগ নিয়েছেন তারই আওতায় ইসরাইলকে এ সুযোগ দেয়া হয়েছে।
ইসরাইলের গণমাধ্যম বুধবার জানিয়েছে, রিয়াদ সরকার ভারতের এয়ার ইন্ডিয়াকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে তেল আবিবে সরাসরি বিমান পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে ভারত থেকে তেল আবিব পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় বেঁচে যাবে।
বর্তমানে মুম্বাই ও তেল আবিবের মধ্যে ফ্লাইট পরিচালনা করে ইসরাইলের বিমান সংস্থা এল আই এবং ইয়েমেনের দক্ষিণে লোহিত সাগরের ওপর দিয়ে এসব বিমান চলে। তাতে গন্তব্যে পৌঁছাতে বিমানগুলোর আট ঘণ্টা সময় লাগে। আগামী মার্চ মাস থেকে নতুন চুক্তি কার্যকর হবে এবং এয়ার ইন্ডিয়ার বিমান সৌদি থেকে জ্বালানি নিতে পারবে। পাশাপাশি বিমানের টিকেটের দামও কমাবে সংস্থাটি।
নতুন রুটে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য এয়ার ইন্ডিয়াকে বড় অংকের অর্থ দেবে ইসরাইল এবং বিনিময়ে ভারত থেকে ইসরাইলে বিপুলসংখ্যক পর্যটক যাবেন বলে আশা করছে তেল আবিব।
গত ৭০ বছর ধরে সৌদি আরব নিজের আকাশসীমার ওপর দিয়ে ইসরাইল অভিমুখে বিমান চলাচল নিষিদ্ধ করে রেখেছে। এ অবস্থায় ইসরাইলী গণমাধ্যমের এ খবর যদি সত্য হয় তাহলে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। দুই পক্ষ বেশ আগে থেকেই গোপনে সম্পর্ক উন্নয়নের কাজ করে আসছে।