নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন করতে যাচ্ছে ইরান-তুরস্ক

iran-turkeyইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে গতকাল (বৃহস্পতিবার) টেলিফোনে কথা বলেছেন দেশ দুটির প্রেসিডেন্ট। ফোনালাপে দু নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের টেলিফোনের জবাবে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দু দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু হলে তেহরান ও আংকারার সম্পর্কে আরো গতি আসবে বলে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, এ অঞ্চলে ইরান ও তুরস্ক বেশকিছু অভিন্ন হুমকির মুখে রয়েছে; ফলে দু দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকা দরকার।
ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীতে ইরানের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়ে তেহরান এবং আংকারার মধ্যে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনিও দু দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর ফলে দু দেশের সম্পর্কে বড় রকমের উন্নতি হবে।
এছাড়া, রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক সম্মেলনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্টকে আসন্ন ত্রিপক্ষীয় ইস্তাম্বুল বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। এর আগে এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে, কবে ত্রিপক্ষীয় এ শীর্ষ বৈঠক হবে তা এখনো জানা যায় নি। -পার্স টুডে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button