ইরাকে ধ্বংসযজ্ঞ চালালেও ক্ষতিপূরণ দেবে না যুক্তরাষ্ট্র
ইরাকে যুদ্ধ বিধ্বস্থ ভবন পুনঃনির্মাণের জন্য কোন আর্থিক সাহায্য না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আগামী সপ্তাহে কুয়েতে হতে যাওয়া যুদ্ধ পুনর্বাসন বিষয়ক সম্মেলনে যুদ্ধের ফলে ইরাকে ক্ষতিগ্রস্ত ভবনগুলো নতুন করে নির্মাণ করার জন্যে কোন সাহায্য না করার সিদ্ধান্ত জানাবেন তারা। তারা আরও জানায়, ইরাকে যেই ক্ষতি হয়েছে তা ভরনপূষণের জন্যে বিরাট অংকের অর্থের প্রয়োজন। ঐ পরিমাণ অর্থ বর্তমান প্রেক্ষাপটে তাদের দেয়া সম্ভব নয়। এর আগে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার-আল-আবাদী। তিনি জানান, যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ভবনগুলো নতুন করে তৈরি করতে ১ শো বিলিয়ন ডলারের প্রয়োজন তাদের।