জেলখানাই তাদের ঠিকানা: জয়
দুর্নীতির দায়ে খালেদা জিয়া দোষি সাব্যস্ত হওয়ার পর প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, কারাগারই তার ঠিকানা। গত বৃহস্পতিবার ঢাকার আদালতে রায়ের পর ফেইসবুকে এই প্রতিক্রিয়া দেখান জয়।
তিনি কারও নাম উল্লেখ না করে লিখেছেন, “যারা নিরপরাধ মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার নির্দেশ দিতে পারে তারা মানুষ নয়। তারা পশু। জেলখানাই তাদের ঠিকানা।”
জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়েছে। তার ছেলে তারেকসহ অন্য ৫ আসামীকে দিয়েছে ১০ বছর কারাদণ্ড।