পুতিনের কাছে কোনো স্মার্টফোন নেই!
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের কাছে কোনো স্মার্টফোন নেই। খোদ প্রেসিডেন্টই জানিয়েছেন একথা। গত বছরই তিনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আগ্রহই নেই তার।
আর এবার তিনি জানালেন স্মার্টফোনের কথা। তিনি বলেন, ‘আপনাদের কথাঅনুযায়ী সবার কাছেই স্মার্টফোন রয়েছে। কিন্তু আমার নেই।’
প্রযুক্তির বিষয়ে তার পিছিয়ে পড়ার কথা তিনি আগেও জানিয়েছিলেন, আর এবার তিনি স্বীকারও করে নিলেন এই স্মার্ট যুগে, এত গুরম্নত্বপূর্ণ একটা দায়িত্বে থেকেও তার কাছে কোনো স্মার্টফোনই কিনা নেই! তিনি স্বীকার করেছেন, ইন্টারনেটও তেমন ব্যবহার করেন না তিনি।
পুতিন জানান, তার সারাদিন এতটাই ব্যস্ত্মতার মধ্যে কাটে যে, ইনস্টাগ্রাম থেকে ইন্টারনেট কোনো কিছু ব্যবহারের সময়ই তিনি পান না। আর তার এ বক্তব্যই এখন রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে দেশটিতে।