ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মীদের হিজাব উপহার
মুসলিম নারীরা কেন তাদের মাথায় হিজাব পরিধান করতে পছন্দ করে তা বুঝার জন্য নিজ কর্মীদের হিজাব উপহার দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ‘বিশ্ব হিজাব দিবস’ পালন উপলক্ষে হোয়াইট হলের বিভাগীয় সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের কর্মীদের এই হিজাব প্রদান করা হয়।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের উদ্ধৃত দিয়ে খবরে বলা হয়, কর্মীরা বিদেশে কাজ করার সময় ‘বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ইস্যুগুলো’ যাতে ভালভাবে উপলব্ধি করতে পারে সেজন্য এই ইভেন্টটির আয়োজন করা হয়েছিল।
পররাষ্ট্র দপ্তরের স্টাফদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ ইমেলে আরো বলা হয় যে, বিশ্বজুড়ে অনেক নারী হিজাব পরিধানের মাধ্যমে ‘স্বাধীনতা, সম্মান ও নিরাপত্তা খুঁজে পায়। দেশটির স্কুলগুলোতে কিশোরী মেয়েদের হিজাব নিষিদ্ধকরণের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়ার পর হিজাব ইস্যুটি সামনে চলে আসে।