স্বামী বিদেশী হলেও সৌদী নাগরিকত্ব পাচ্ছে সন্তানরা
একসময় বিদেশী নাগরিকদের বিয়ে করা বৈধ ছিল না সৌদী নারীদের জন্য। এ আইনের সংস্কার তো হয়েছে। তবে তাদের সন্তানরা সৌদী নাগরিকত্ব পাবে কীনা তা নিয়ে বিতর্ক চলে আসছে অনেক বছর যাবত। তবে সম্প্রতি সৌদীর শূরা কাউন্সিলে সৌদী নারীর বিদেশী স্বামীর সন্তানদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে নতুন উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনায় স্বাক্ষর করেছে শূরা কাউন্সিল। শূরা কাউন্সিলের ৬৩ জন সদস্য এ প্রস্তাবনার পক্ষে ভোট দেন। প্রস্তাবনাটি নিরাপত্তা কমিটিকে প্রেরণ করা হলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে সৌদী নাগরিকত্ব আইনে বড় ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে।
শূরা কাউন্সিলের প্রবীণ আইনজীবী ফয়সাল আল ফাযেল বলেন, নাগরিকত্ব একটি মৌলিক মানবাধিকার। ধর্মও সকল মানুষকে তাদের মৌলিক অধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এ প্রস্তাবনার বিরোধিতা করেছেন আইনজীবী মুহাম্মদ আল আলী। তিনি বলেন, যদি সৌদী নারীদের বিদেশী স্বামীর সন্তানকে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ে যাবে। অপর একজন আইনজীবী এ প্রস্তাবনার পক্ষে বলেন, বিশ্বের অন্যান্য দেশেও এ আইন চালু রয়েছে। কোনো নারী যদি এ দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তার সন্তানরাও এ দেশের নাগরিক হবেন। কোনো সন্তানকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক আচরণ।