আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় বছরে ৪৫ বিলিয়ন ডলার
পেন্টাগন জানিয়েছে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিবছর দেশটির নাগরিকদের করের টাকা থেকে ৪৫ বিলিয়ন ডলার ব্যয় করছে। এবং এ যুদ্ধ সহসা শেষ হবার কোনো লক্ষণ নেই বলেও বলা হয়েছে। গত ১৭ বছর ধরে এ যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এশিয়া বিষয়ক কর্মকর্তা র্যানডাল শ্রিভার বলেন, আফগান যুদ্ধে এধরনের ব্যয়ের মধ্যে ৫ বিলিয়ন ডলার আফগান বাহিনী ও ১৩ বিলিয়ন ডলার খরচ হচ্ছে মার্কিন বাহিনীর জন্যে। বাকি অর্থের সিংহভাগ খরচ হচ্ছে আনুষঙ্গিক সয়াহতা ও ৭৮০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে অর্থসহায়তা হিসেবে।
তবে ২০১০ থেকে ২০১২ সালে আফগান যুদ্ধে এধরনের ব্যয় ছিল বছরে ১’শ বিলিয়ন ডলার। তখন ১ লাখ মার্কিন সেনা ছিল আফগানিস্তানে। বর্তমানে আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে ১৬ হাজার। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটররা আফগানিস্তানে এত বিপুল পরিমান যুদ্ধ ব্যয়ের সমালোচনা করে আসছেন। কেনটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেন, এধরনের অসম্ভব পরিস্থিতিতে শত শত বিলিয়ন ডলার আফগানিস্তানে ছুড়ে ফেলা হচ্ছে। এ যুদ্ধে কোনো আশা দেখছি না। অরিগনের ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলে বলেন, আফগানিস্তানে এত যুদ্ধ ব্যয়ের আড়ালে দুর্নীতি রয়েছে। তাছাড়া রাজনৈতিক সমাধানের পরিবর্তে আফগানিস্তানে সামরিক অভিযান কোনো সমাধান বয়ে আনবে না।