সিটি বিমানবন্দর বন্ধ ঘোষণা

টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা

city-airportলন্ডনের টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুটি বোমা পাওয়ার পর পার্শ্ববর্তী সিটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
পূর্ব লন্ডনের ওই বিমানবন্দরে আগে থেকে পরিকল্পনা করা একটি কাজ শুরু করার পর রোববার ভোরে জর্জ দ্য ফিফথ ডকে বোমা দুটি পাওয়া গেছে।
এর পর এয়ারলাইনসগুলোর অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ স্থগিত করতে পরামর্শ দেয়া হয়েছে যাত্রীদের। বিস্তারিত জানতে সবাইকে নিজেদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সেখানে পাওয়া বস্তু দুটিকে বিস্ফোরক বলে নিশ্চিত করেন বিশেষজ্ঞ কর্মকর্তারা ও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী। এর পর রাত ১০টায় বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
বোমা দুটি সরিয়ে নিতে তারা রাজকীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
বিমানবন্দরটির পাশাপাশি আশপাশের কয়েকটি সড়কও বন্ধ রাখা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ সোমবার তাদের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্য এয়ারলাইনসগুলোও একই পথ অনুসরণ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button