৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ ৪৬ হাজার ২৫০ জন
৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছেন। রোববার পিএসসির জনসংযোগ কর্মকর্তা মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এতে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষা দেন এক লাখ ৯৫ হাজার জন। গত ২৪ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ই জুলাই ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি।