যমজের মেলা!
যমজ ভাই-বোনরা সাধারণত একই রকম সাজ-পোশাকে থাকতে পছন্দ করে। এই ধরনের যমজদের দেখলে যে কারোর পক্ষেই দুই জনকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। যদিও সচরাচর যমজ দেখতে পাওয়া যায় না। তবে এবার যুক্তরাষ্ট্রের ইলিনয়েসের একটি স্কুলে এই বছর ৪৪ জোড়া যমজ ভর্তি হয়েছে। এক শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি সংখ্যক যমজের ক্ষেত্রে এটি রীতিমতো গিনেস রেকর্ড গড়েছে।
নিউ ট্রায়ার হাই স্কুল কর্তৃপক্ষ যমজের বিষয়টি জানালে তা যাচাই করতে ঐ স্কুলে যায় গিনেজ কর্তৃপক্ষ। বিশেষ ঐ রেকর্ড গড়ার জন্য সব যমজকে উপস্থিত থাকার জন্য জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। ৪৪ জোড়া যমজের মধ্যে তিন জন আবার ত্রৈত অর্থাৎ দেখতে একই রকম।
এর আগে ২৪ জোড়া যমজ নিয়ে সব থেকে বেশি সংখ্যক যমজের রেকর্ডটি ছিল হাইক্রেস্ট মিডল স্কুলের দখলে।