বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে আদালতের রায়: লন্ডন মহানগর বিএনপির প্রতিবাদ সভা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে প্রত্যাখান করে কেন্দ্র ষোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা করেছে লন্ডন মহানগর বিএনপি।
সভায় বক্তারা আদালতের রায়কে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের রায় হিসেবে অবহিত করেন। তারা বলেন খালেদা জিয়াকে জেলে দিয়ে বিএনপিকে ভাঙ্গা যাবে না। সরকারের সেই উদ্দেশ্য কখনো পূরন হবে না। নেতৃবৃন্দ অবলিম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ, বিশেয অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আবদুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সস্পাদক ফেরদৌস আলম, সাবেক সাংগঠনিক সস্পাদক শামিম আহমেদ, লন্ডন মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, মোচ্চাক আহমদ, এমদাদ হোসেন, যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজল হোসেন, বিএনপি নেতা আব্দুল হামিদ খান হেভেন, আমিনুর রহমান আকরাম, এনামুল হক লিটন, লন্ডন মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সহ সাধারণ সস্পাদক নজরুল ইসলাম খান, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল, সহ-তথ্য বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ বদরুল, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আসমা জামান, ত্রান বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, ওমর গনি, মোঃ মোমিন মিয়া, আব্দুস সালাম বেপারী, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আকতার আহমদ শাহীন, সহ সভাপতি শাহাজাহান আলম, মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক নেতা জাহিদুর রহমান জাহিদ, রাসেল আহমদ, যুক্তরাজ্য জাসাস যুগ্ম সস্পাদক হাবিবুর রহমান বাবলু, লন্ডন মহানগর বিএনপি নেতা শাকিল আহমদ, জামাল হোসেন, এনামুল হোসেন, সৈয়দ মামুন আহমদ, ইমরান হোসেন, জমির আলী, মোঃ ফরিদউল্লাহ মুন্সী, মনছুর হোসেন.মোঃ সজীব, রোনু মিয়া. খালিদ আল হোসাইন রিয়াদ, মোঃ রাব্বি, মোঃ মাসুদুজ্জামান, আরিফুল হক ও হাসান জাহেদ প্রমুখ।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, তার বক্তব্যে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিদাবী করে বলেন, দেশের গণতন্ত্র পূনরুদ্ধারে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জানমাত দিতে প্রস্তুত। তিনি বলেন, বেগম জিয়াকে ভয় দেখিয়ে লাভ নেই। তিনি আপোষহীন নেত্রী, তার নেতৃত্বে দেশে আবারো গণতন্ত্র ফিরে আসবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বেগম জিয়াকে দ্রুত মুক্তি না দিলে শেখ হাসিনা বিশ্বের যেখানেই যাবে সেখানেই তাকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কাল্পনিক একটি মামলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে জেলে প্রেরন করা হয়েছে। এটি জাতির জন্য লজ্জাকর এবং কলংকজনক। তিনি বলেন, খালেদা জিয়াকে নয় ১৭ কোটি মানুষকে বন্দী করে রাখা হয়েছে। শেখ হাসিনার প্রতিহিংসা সহয্যের সীমা ছাড়িয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের পীঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সময় এসে গেছে প্রতিরোধের। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আন্দোলনের ডাক দিলেই জিয়ার সৈনিকেরা প্রতিশোধ নিতে প্রস্তুত। তাই দ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন অন্যতায় দেশের প্রয়োজনে যেকোন সিদ্ধান্ত নিতে বিএনপি পিছ পা হবে না। -সংবাদ বিজ্ঞপ্তি