খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে জামায়াতের শোডাউন

রোববার বিকেলে নরসিংদীর পৌর শিশুপার্ক ময়দানে ১৮ দল আয়োজিত বেগম খালেদা জিয়ার জনসভায় জামায়াতের শোডাউন ছিল চোখে পড়ার মত। ১৮ দলের আয়োজনে সমাবেশ হলেও জেলা জামায়াতে ইসলাম ও ছাত্র-শিবিরের দৃষ্টি আকর্ষণীয় উপস্থিতি ছিল পুরো সমাবেশে। মনে হয়েছে জামায়াতে ইসলাম ও ছাত্রশিবির নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাদের লাগানো পোস্টার, ব্যানার, ফেস্টুনও ছিল সমাবেশের চতুর্দিকে। এসব পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত দলীয় নেতাদের নিঃর্শত মুক্তির দাবি করেছেন। জেলা জামায়াতের আমীর মাওলানা আ ফ ম আঃ ছাত্তার বলেন, এ সমাবেশকে ঘিরে বিগত কয়েক দিন যাবত আমাদের নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সমাবেশকে সফল করেছেন। এ সমাবেশে আমাদের প্রায় ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলো। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা সামসুল ইসলাম এমপি, কেন্দ্রীয় শূরা  সদস্য আমিনুল ইসলাম ও কেন্দ্রীয়  সহ-সভাপতি ডা. রেদওয়ানুল্লাহ সাঈদী তাদের বক্তব্যে বলেন, জামায়াত ইসলামীর যে সকল নেতা-কর্মীদের আটক করে সরকার প্রহসনের বিচারের নামে ফাঁসি দেয়ার পাঁয়তারা করছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ১৮ দলের আয়োজিত এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা থাকলেও এরচেয়ে ৩ গুণ বেশি লোক উপস্থিত ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button