বিএনপির বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদশ হাইকমিশন

bangladesh-high-commission-londonলন্ডন মিশনে হামলা ও ভাংচুরের জন্য যুক্তরাজ্য বিএনপির দুঃখ প্রকাশ করে দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদশ হাইকমিশন। পাল্টা এক বিবৃতিতে হাইকমিশন বলেছে, প্রকৃতপক্ষে এটি ছিল স্মারকলিপি প্রদানের অজুহাতে কারো নির্দেশে পূর্ব-পরিকল্পিত একটি হামলা। এ ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা এবং হাইকমিশনের একজন কর্মচারীকে শারীকিভাবে আক্রমণ করা হয়। যুক্তরাজ্য বিএনপির দুঃখ প্রকাশের দু’দিন পর হাইকমিশনের এ বিবৃতি এল। ঢাকায় বিএনপি প্রধান খালেদা জিয়ার একটি দুর্নীতির মামলার রায়ের আগ মুহূর্তে এক প্রতিবাদ সমাবেশের প্রেক্ষাপটে এই হামলার ঘটনাটি ঘটে। কিন্তু বিএনপি যুক্তরাজ্য শাখার বিৃবতিতে দাবি করা হয় যে ভারপ্রাপ্ত হাইকমিশনের রূঢ় আচরণের কারণে এই অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব হয়।
বিৃবতিতে বিএনপির দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে বলা হয়, স্মারকলিপি গগ্রহণ হাইকমিশনের একটি নিয়মিত ও নিয়মতান্ত্রিক বিষয়। ওই দিনেও নির্ধারিত কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তরের জন্য কর্তব্যরত পুলিশের মাধ্যমে বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়। এছাড়া ঘটনার দিন হাইকমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভকারীদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করে নাই। বিবৃতিতে বলা হয়, জাতির পিতার ছবি অবমাননা এবং হামলার নির্দেশদাতার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button