মিসরের রাবেয়া স্কয়ার প্রতীকে বিশ্বের শীর্ষ নেতারা
আবুল কালাম আজাদ মিসর: সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিসরে বর্বর গণহত্যার প্রতিবাদে গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ও রাবেয়া স্কয়ারের সমর্থনে তুরস্কের প্রধানমন্ত্রীসহ প্রতীক ধারণ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কবি, সাংবাদিক ও খেলোয়াড়সহ অন্যান্য শীর্ষ নেতা। রাবেয়া স্কয়ারের শহীদ কিশোর কন্যা আসমা বেলতাগীসহ শহীদের সমর্থনে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান সর্বপ্রথম চার আঙুল উঁচু করে প্রতীক ধারণ করেন। পরে তা মুহূর্তেই বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। মরক্কোর প্রধানমন্ত্রী আবদুল্লাহিল বানকারানি, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া, মালয়েশিয়ার প্রধান বিরোধী দলের প্রেসিডেন্ট ড. আনোয়ার ইব্রাহিম, ইয়েমেনের শান্তিতে নোবেল বিজয়ী নারী তাওয়াক্কুল কারমান ও বহুল আলোচিত পাকিস্তানের মালালা ইউসুফজাই ও বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদসহ বিশিষ্টজনেরা সম্প্রতি এই প্রতীককে ধারণ করে বিশ্বের বিভিন্ন এলাকায় রাবেয়া স্কয়ার ও মুরসির পে জনসমর্থন গড়ে তোলেন। এ ছাড়া ইয়েমেন, পাকিস্তান, গাজাসহ অনেক দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাবেয়া স্কয়ারে ববর গণহত্যার প্রতিবাদে এই প্রতীক ধারণ করে মুরসির প্রতি সমর্থন জানান। তা ছাড়া মিসরের অনেক সৈন্যও নিজদের চেহারা ঢেকে রেখে চার আঙুল উঁচু করে রাবেয়া স্কয়ারের প্রতি সমর্থন জানান। অন্য দিকে মুরসিকে অপসারণ করে গণতন্ত্র হত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে আবারো বিােভের ডাক দিয়েছেন মুরসি সমর্থকেরা। তাহরির স্কয়ারের পাশেই তালাআত হারব স্কয়ারে বিক্ষোভেরও ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড। এ ছাড়া প্রতিদিন বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত রাবেয়া স্কয়ার প্রতীকে বিক্ষোভ ও মানববন্ধন করছেন মুরসি সমর্থকেরা।