কসোভো’র স্বাধীনতার প্রতি জোরালো সমর্থন জার্মানির
ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভো’র স্বাধীনতার প্রতি জোরালো সমর্থন জানিয়েছে জার্মানী। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল নিজ দেশের এমন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। কসোভো’র রাজধানী প্রিস্টিনায় দেশটির প্রধানমন্ত্রী রামুশ হারাদিনাজের সঙ্গে এক যৌথ সংবাদ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কসোভো’কে স্বীকৃতি দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশকে রাজি করানোর চেষ্টা করছে জার্মানী।
সিগমার গ্র্যাব্রিয়েলসিগমার গ্যাব্রিয়েল বলেন, আইন অনুযায়ী কসোভো’র স্বাধীনতার স্বীকৃতির মানদ-গুলো পূর্ণ করতে আমরা সার্বিয়ার প্রতি অনুরোধ জানাই। এটা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে তাদের জন্য একটি পূর্বশর্ত। এ ইস্যুতে আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন।
কসোভো’র রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে জার্মানীর দৃঢ় অংশীদারিত্বের আকাক্সক্ষার ওপরও জোর দেন সিগমার গ্যাব্রিয়েল।
কসোভো’র প্রধানমন্ত্রী রামুশ হারাদিনাজ তার বক্তব্যে কসোভো ও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জার্মানীর ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশই সার্বভৌম রাষ্ট্র হিসেবে কসোভোকে স্বীকৃতি দিয়েছে। তবে দেশটিতে এখনও সার্বিয়ার প্রভাব রয়ে গেছে।