হ্যাসলের বিতর্কিত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শায়খ আব্দুল কাইয়ুম
ধর্মীয় বিধি অনুযায়ী মরদেহ দাফনের বিষয়টি গুরুত্ব দিতে ইনার নর্থ লন্ডন কনসোর্টিয়ামের করোনার মেরি হ্যাসলের প্রতি আহ্বান জানিয়েছেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ঈমাম শায়খ আব্দুল কাইয়ুম। করোনার মেরি হ্যাসল ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস, কেমডেন, হেকনি এবং ইজলিংটন বারার করোনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই চার বারায় প্রায় ৭শ হাজারের বেশি মুসলিম এবং জুইশ কমিউনিটির মানুষ বসবাস করেন। ধর্মীয় রীতি অনুযায়ী কেউ মারা যাবার পর যতোদ্রুত সম্ভব মরদেহ দাফন করতে চান মুসলিম এবং জুইশ কমিউনিটির মানুষ। করোনার সার্টিফিকেট দেবার ক্ষেত্রে ধর্ম এবং কালচারকে গুরুত্ব দিতে সরকারের পক্ষ থেকেও গাইড লাইন দেওয়া আছে। কিন্তু করোনার মেরি হ্যাসল ধর্মীয় বা সরকারী গাইড লাইল উপেক্ষা করে First come First অর্থাৎ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মরদেহের জন্যে করোনার সার্টিফিকেট ইস্যু করতে চান। করোনার মেরি হ্যাসলের বিতর্কিত এই সিদ্ধান্ত পরিবর্তন করতে তার কাছে এক চিঠিতে আহ্বান জানিয়েছেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ঈমাম শায়খ আব্দুল কাইয়ুম। চিঠিতে তিনি ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফনের বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
করোনার মেরি হ্যাসলের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে জুইশ কমিউনিটির পক্ষ থেকে জুডিশিয়াল রিভিউ হচ্ছে। আগামি ২৭ এবং ২৮শে মার্চ হাইকোর্টে এই রিভিউর শুনানির তারিখ ধার্য্য করা হয়েছে। এর আগেও দুবার মেরি হ্যাসলের সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ হয়েছে। দুবারই জয়ী হয়েছে জুইশ এবং মুসলিম কমিউনিটির দুই পরিবার।
উল্লেখ্য ২০১৩ সালে মেরি হ্যাসল ইনার নর্থ লন্ডন কনসোর্টিয়ামের করোনার হিসেবে যোগ দেন। -কামাল মেহেদী (ব্রিট বাংলা)