পদত্যাগের গুঞ্জন, সৈয়দ আশরাফ বললেন ভিত্তিহীন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগ করেছেন এমন গুঞ্জন চলছে সর্বত্র। দল ও মন্ত্রিসভা ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে পাঁচ সিটি করপোরেশনের পরাজয়ের দায় কাঁধে নিয়েই তার এ পদত্যাগ বলে নানা সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বেলারুশ সফর শেষে দেশে ফিরলে গণভবনে সাক্ষাত করে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে আওয়ামী লীগের কোন সুত্র এখনও বিষয়ে মুখ খুলেনি। সৈয়দ আশরাফ নিজেই পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, খবরটি ভিত্তিহীন। বেশ কিছুদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকেও তিনি এক ধরণের রাজনৈতিক ছুটি কাটাচ্ছিলেন। ফলে তার এ পদত্যাগ গুঞ্জন আরও চাউর হয়। তাছাড়া, পাঁচ সিটি নির্বাচনে নিষ্ক্রিয়তা নিয়েও দলের ভেতরে বাইরে তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। দলীয় সুত্র জানিয়েছে, সৈয়দ আশরাফ পদত্যাগপত্র জমা দিলেও আওয়ামী লীগ সভনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা গ্রহণ করেননি। পাঁচ সিটি করপোশেনে নির্বাচন দেয়া ও আগামী জাতীয় নির্বাচনের ব্যপারে দলের সঙ্গে আশরাফের ভিন্নমত রয়েছে বলেও জানা গেছে।
এদিকে আজ সকালে সংসদ ভবনের বাইরে সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, আমার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে যে বক্তব্য এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। রাজনৈতিক সুবিধা লাভের জন্য একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।