গাড়ি চালানোর সময় মেকআপ করলেই দণ্ড!

makeupতাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়েছেন। ঠোঁটে লিপস্টিক দিতে ভুলে গেছেন। গাড়ির ড্রাইভিং সিটে বসে গ্লাস দেখে খেয়াল করলেন মেকআপটাও মন মতো হয়নি। আর তখনই মেকআপ বক্স বের করে শুরু করলেন চেহারা যত্ন নেয়া! ওদিকে গাড়িও চালাচ্ছেন এক হাতে।
এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে রাস্তাঘাটে। অনেক ক্ষেত্রে এটি দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায়। ফলে এ নিয়ে কঠোর হয়েছে আয়ারল্যান্ডের পুলিশ। দেশটিতে আইন হয়েছে, চালকের আসনে বসে মেকআপ নিতে দেখলেই শাস্তির মুখোমুখি হতে হবে। তাতে গাড়ি চলন্ত অবস্থায় থাকুক কিম্বা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকুক।
সম্প্রতি আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী ‘গার্ডা’ এর পক্ষ থেকে সোশাল মিডিয়ায় দুটি গাড়ির ছবি পোস্ট করা হয়। সচেতনতা সৃষ্টির জন্য পোস্ট করা ছবিতে দেখা যায়, ড্রাইভিং করার সময় মেকআপ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুইজন।
অবশ্য শুধুমাত্র আয়ারল্যান্ডেই নয়, গাড়ি চালানোর সময় মেকআপ নিলে শাস্তির সম্মুখীন হতে হয় আরও অনেকে দেশে।
যুক্তরাজ্যে কেউ যদি মেকআপ নিতে গিয়ে যথাযথভাবে গাড়ি না চালান তাহলে এর জন্য মামলাও হতে পারে। কখনও এ ধরনের আচরণকে ‘বেপরোয়া গাড়ি চালানো’ হিসাবে দেখা হয়। দোষী সাব্যস্ত হলে ড্রাইভিং লাইসেন্স হুমকির মুখে পড়তে পারে। একই সঙ্গে গুনতে হতে পারে ২৫০০ পাউন্ড জরিমানা।
দুবাইয়ে চালক মেকআপ নেয়া, খাওয়া, বই পড়া, এমনকি স্কার্ফ ঠিক করলেও ২০ হাজার টাকার মতো জরিমানা গুনতে হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button