এ বছরের ডিসেম্বরেই অবসরে যাবো: অর্থমন্ত্রী
চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অগ্রণী ব্যাংকের বাৎসরিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।
গতকাল শুক্রবার এক আলোচনা সভায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ঠাণ্ডা ধরনের মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তাব করেন সাবেক প্রেসিডেন্ট বি.চৌধুরী। সে প্রসঙ্গ টানতে গিয়ে অর্থমন্ত্রী অবসরে যাওয়ার কথা বলেন।
পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি ওই রিপোর্টটি পড়েছি। হ্যাঁ আমি জানাচ্ছি এ বছরের ডিসেম্বরেই আমি অবসরে যাবো।
সে হিসেবে আর মাত্র ১১ মাসের মতো আছি ।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি ব্যাংকগুলোতে তুলনামূলকভাবে খেলাপি ঋণ বেশি। এটা কমানোর জন্য গ্রাহককে চিনতে হবে। তার ব্যবসা সম্পর্কে আগে জানতে হবে। যারা ব্যাংকের কর্মকর্তা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট গ্রাহক ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন কিনা।