প্রেমিকার সন্ধানে বিলবোর্ডে বিজ্ঞাপন
প্রকৃত ভালোবাসার সন্ধানে মানুষ অনেক কিছুই করে। কিন্তু তাই বলে হাজার ডলার খরচ করে বিলবোর্ডে বিজ্ঞাপন দেয়ার পাগলামি এর আগে কেউ করেছে কিনা সন্দেহ আছে।
সম্প্রতি গর্ডন এঙ্গেল নামের এক মার্কিন ব্যবসায়ী এভাবেই প্রেমিকার সন্ধানে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন।
সিকাগোর ব্যস্ত সড়কের পাশে বিশাল আকৃতির ওই বিলবোর্ডে লেখা হয়েছে, ‘আমি গর্ডন! চলুন ডিনার করি।’ সেখানে গর্ডনের একটি ছবি এবং তার ডেটিং ওয়েবসাইটের ঠিকানাও দেয়া হয়েছে।
সিকাগোর বাসিন্দা গর্ডনকে তার আগের স্ত্রী তালাক দিয়েছেন। ধনী এই ব্যবসায়ী জানান, তিনি অনেক ভুল জায়গায় ভালোবাসা খুঁজেছেন, তাই এখন নতুন কিছু করার ইচ্ছা থেকে এ উদ্যোগ নিয়েছেন।
নিউ ইয়র্কের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, অনলাইন ডেটিং সাইটগুলোর ওপর বীতশ্রদ্ধ হয়েই গর্ডন এ পথ বেছে নিয়েছেন।
সিকাগো’র ডব্লিউজিএনটিভিকে গর্ডন বলেন, ‘অনলাইন ডেটিং সাইট ম্যাচ ডট কম আর বিলবোর্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে বিলবোর্ড অনেক বেশি নিরাপদ।’
তবে অভিনব এ আইডিয়া কাজে লেগেছে। ইতিমধ্যে প্রায় ২০ জন আগ্রহী নারী যোগাযোগ করেছে বলে জানিয়েছেন গর্ডন।