ব্রিটেনে ভূমিকম্প
ব্রিটেনে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) লন্ডন সময় বেলা আড়াইটার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মূলত ওয়েলস ও ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি পুরো ওয়েলসজুড়ে ও পূর্বদিকে লন্ডন ও উত্তর দিকে লেক ডিস্ট্রিকের দক্ষিণাংশ পর্যন্ত পশ্চিম ইংল্যান্ডের অধিকাংশ এলাকাজুড়ে অনুভূত হয়েছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) সংস্থা শনিবার এসব তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ওয়েলসের দক্ষিণ উপকূলীয় শহর সোয়ানসি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং ভূপৃষ্ঠের ৭ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
বিজিএস জানিয়েছে, প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর ব্রিটেনে এ ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে।
বিজিএসের রজার মুসন বলেন, ২০০৮ সালে লিঙ্কনশায়ারে হওয়া ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের পর থেকে এটিই গত ১০ বছরে ব্রিটেনের মূল ভূখণ্ডে হওয়া সবচেয়ে তীব্র ভূমিকম্প।