রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপিলে জামিনও চেয়েছেন তিনি।
মঙ্গলাবার দুপুর আড়াইটার দিকে চেয়ারপারসনের আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন।
বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আপিলের শুনানি হতে পারে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন। তবে, শুনানি কবে ও কখন হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না আইনজীবীরা।
এর আগে বেলা ১১টার দিকে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা তার আপিল ও জামিন সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের বার ভবনে বৈঠক করেন।
তার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ফাইল তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং জ্যেষ্ঠ আইনজীবীদের পরামর্শে আপিল করা হবে বলেও জানিয়েছিলেন।