সাগরের তলায় বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির সন্ধান লাভ
প্রশান্ত মহাসাগরের তলদেশে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে, যার আয়তন একটি ক্ষুদ্র ব্রিটিশ দ্বীপের সমান। আগ্নেয়গিরিটি জাপান থেকে এক হাজার মাইল পূর্বে অবস্থিত। এটি তামু মাসিফ নামে পরিচিত। আগ্নেয়গিরিটি এক লাখ ১৯ হাজার বর্গমাইল মাইলজুড়ে ছড়িয়ে রয়েছে। আগ্নেয়গিরিটি সমুদ্রের তলদেশ থেকে ২ দশমিক ২ মাইল উঁচু হয়ে পৃথিবীর ১৮ মাইল উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়েছে। আগ্নেয়গিরিটিকে মৃত মনে হয়েছে। এটি দেখতে ঢাল আকৃতির গম্বুজের মতো। আগ্নেয়গিরিটি ১৪ কোটি ৪০ লাখ বছর পুরনো। বৃহৎ আকারের তামু মাসিফ আগ্নেয়গিরিটি মঙ্গলের অলিম্পাস আগ্নেয়গিরিটির মতো। পৃথিবীর উপরিভাগের সর্ববৃহৎ জীবিত আগ্নেয়গিরি হাওয়াই মাউনা লোয়া। এটি মাত্র দুই হাজার বর্গ মাইল বিস্তৃত, যা তামু মাসিফের আয়তনের মাত্র দুই শতাংশ।