অক্সফামে অনুদান বন্ধ করে দিয়েছেন সাত হাজার ব্যক্তি

Oxfamব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামে সাত হাজার ব্যক্তি তাদের অনুদান বাতিল করেছেন। হাইতিতে যৌন হয়রানি কেলেংকারির পর বিভিন্ন বিত্তবানরা তাদের অনুদান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। হাইতির ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ এমপিদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় প্রধান নির্বাহীকে। ব্রিটিশ পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি তার কাছে হাইতিতে ২০১০ সালের ভূমিকম্পের পর দেশটিতে দায়িত্বরত অক্সফামের তত্কালীন পরিচালকের যৌন অসদাচরণের বিষয়ে জানতে চায়।
এ সময় এমপিরা জানান, ওই ঘটনায় সংস্থাটিতে নিয়মিত অনুদান দেন এমন সাত হাজার ব্যক্তি গত ১০ দিনে তাদের অনুদান বাতিল করেছেন। অক্সফাম কর্মীদের এ ধরনের আরো ২৬টি ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী। -বিবিসি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button