ডেইলি মেইল ও সান’কে ‘ননসেন্স’ বললেন করবিন
ব্রিটিশ প্রভাবশালী রাজনৈতিক জেরেমি বার্নার্ড করবিন সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও ডেইলি সানকে ‘ননসেন্স’ বলেছেন। তার একটি সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি ডেইলি মেইলের এক প্রতিবেদককে এমন মন্তব্য করেন।
লেবার পার্টির নেতা করবিন, ডেইলি সান ও মেইলকে তার বিরুদ্ধে করা একটি প্রতিবেদনের জন্য মন্তব্যটি করেন। সংবাদ মাধ্যমগুলোর তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত করেছিল। তিনি কমিউনিস্ট চেকোস্লোভাকিয়া সরকারের হয়ে গোয়েন্দাগিরি করেছিলেন বলে এ প্রতিবেদনে বলা হয়েছিল।
ডেইলি মেইলের এক প্রতিবেদক করবিনের সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে তার বিরুদ্ধে করা প্রতিবেদনের উপর মন্তব্য করতে বললে তিনি বলেন,সেগুলো ননসেন্স টাইপের নিউজ। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, আপনার বিরুদ্ধে এমন অভিযোগ উঠার পরও দেশ পরিচালনার জন্য কিভাবে আপনি ব্যবসায়ীদের আপনার উপর আস্থা রাখতে বলতে পারেন, আপনার এমন অতীতের কথা শুনে তারা কিভাবে আস্থা রাখবে? করবিন জবাবে জানান, আমি খুব দুঃখিত কিভাবে ডেইলি মেইল এমন প্রতিবেদন করতে পারে। তারা যে রিপোর্ট করেছে তার নিতান্তই উদ্ভট।