অক্সফামের বিরুদ্ধে নতুন ২৬ যৌন কেলেঙ্কারি
ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের বিরুদ্ধে যৌন সম্পর্কের আরো নতুন ২৬টি অভিযোগ এসেছে। হাইতিতে ২০১১ সালের যৌন কেলেঙ্কারির কাহিনী ফাঁস হওয়ার পরে যেসব তথ্য এসেছে, তার বাইরে নতুন এই ২৬টি অভিযোগ। অক্সফামের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক গোল্ডরিং বলেছেন, যৌন কেলেঙ্কারির কোনো রিপোর্ট থাকলে তা প্রকাশ করার জন্য তারা সবাইকে উদ্বুদ্ধ করেছেন। তিনিই ব্রিটিশ এমপিদের কাছে স্বীকার করেছেন, গ্রেট ব্রিটেনে অক্সফামের প্রায় এমন ২৬টি রিপোর্ট পেয়েছি আমরা। এর কোনোটি ব্রিটেনের সঙ্গে সম্পর্কিত। আবার কোনোটি আন্তর্জাতিক অঙ্গনে কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট। মার্ক গোল্ডরিং আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সামনে হাজির হয়ে এসব তথ্য প্রকাশ করেন। ব্রিটেশ দাতা সংস্থাগুলোর যৌন সম্পর্কের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করছে এই আন্তর্জাতিক উন্নয়ন কমিটি। এর চেয়ার স্টিফেন টুইগ অক্সফামের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অক্সফাম এসব অভিযোগ চাপা দিয়ে গেছে। বিস্তৃত ক্ষেত্রে আরো অনেক বিষয় আছে। এটা কোনো নতুন বিষয় নয়। বিশ্ব দীর্ঘদিন ধরে এ বিষয়ে জানে।