পুরো কুরআন হেফজ করলেন মিসরের দৃষ্টি প্রতিবন্ধি শিশু
মিশরের আসওয়ান প্রদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিশু ইসরা মুহাম্মাদ দীর্ঘ ৫ বছর চেষ্টার পর সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। বিষয়টি আলোড়ন তুলেছে বিশ্ব মিডিয়ায়।
১০ বছর বয়সী ‘ইসরা মুহাম্মাদ’ মিসরের আসওয়ান প্রদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘আন-নুরু ওয়াল আমাল’ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
তিনি তার পরিবারের সাহায্যে জীবনের অনেক বাধাকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। দৃষ্টিশক্তির সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও দীর্ঘ ৫ বছর চেষ্টার পর সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। তিনি তার খালার সাহায্যে এ কুরআন হেফজ করেছেন। তার খালা সেদেশের একটি কুরআন হেফজ প্রশিক্ষণ সেন্টারের শিক্ষিকা।
ইসরা বলেন, কুরআন মুখস্থ করার জন্য আমি প্রতিদিন কুরআন তিলাওয়াত করতাম এবং এখন প্রতিদিন কুরআন না পড়লে আমার ভালো লাগে না। তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। কারণ এর মাধ্যমে তিনি জীবনের সফলতা খুঁজে পেয়েছেন।
তিনি কুরআন হেফজের ব্যাপারে বলেন, উদ্দেশ্য পূরণের জন্য আমি আমার সকল চেষ্টাকে কাজে লাগিয়েছি এবং সকল বাধা বিপত্তি এড়িয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআন হেফজ সেন্টারে গিয়েছি। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আল-আজহারের বিজ্ঞ নারী হিসেবে নিজেকে গড়ে তোলা। আমার উদ্দেশ্য সফলের মাধ্যমে আমি কিরাতে জ্ঞান এবং কুরআনের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করবো।
ইসরা আরও বলেন, আমি সৌদি আরবের বিখ্যাত ক্বারি শেখ সায়াদ গামেদী’র কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে খুব পছন্দ করি। এছাড়াও অনেক ক্বারির তিলাওয়াত আমার ভালো লাগে। আমি ক্বারিদের কণ্ঠ শুনে বুঝতে পারি এটা কার তিলাওয়াত।