দুই নেত্রীকে জন কেরির চিঠি
‘ইতিবাচক’ সংলাপে বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চিঠি দুটি রোববার ঢাকায় পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জন কেরি চিঠিতে বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই। বাংলাদেশের স্বার্থেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বিএনপি বরাবরই সংলাপের কথা বলে আসছে, যদিও সরকার সে পরিবেশ থেকে বেরিয়ে এসেছে।
এর আগে প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গত ২৩ আগস্ট সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিকালে বিরোধী নেত্রীর সঙ্গে কথা বলেন বান কি মুন। দুই নেত্রীর সঙ্গে ফোনালাপে মুন রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসার তাগিদ দেন। এছাড়া নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে চলমান সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপের তাগিদ দিয়ে আসছেন দেশের বিশিষ্টজনরাও।