লন্ডনে আন্তর্জাতিক বস্ত্র মেলা শুরু
সোমবার থেকে লন্ডনে শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বস্ত্রমেলা। মেলা চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় অংশ নিতে বাংলাদেশী ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল লন্ডনে পৌছেছেন। প্রতিনিধিদলে বাংলাদেশের ৪৫ জন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী রয়েছেন।
বাংলাদেশ নীট গার্মেন্টস উৎপাদন ও রপ্তানীকারক সমিতি (বিকেএমইএ) জানায়, লন্ডনের ‘লন্ডন গার্মেন্ট এক্সপো ২০১৩’ মেলায় অংশ নিতে যাওয়া বাংলাদেশী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। বাংলাদেশের নিট পণ্য রফতানি বৃদ্ধি এবং দেশীয় পোশাক শিল্পে ব্রিটেনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য। মেলা চলাকালে বিকেএমইএ প্রতিনিধিদল লন্ডনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। এ মেলার মাধ্যমে লন্ডনের বিশাল বাজারে বাংলাদেশের নিট পণ্যের রফতানি বৃদ্ধি পাবে বলে প্রতিনিধিদলের সদস্যরা মনে করছেন।
বিকেএমইএ আরও জানা যায়, ব্রিটেন ইউরোপের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ। প্রতবছর ইইউ’র ২৭টি দেশ মোট ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের নিট পণ্য আমদানি করে থাকে, যা পৃথিবীর মোট আমদানির ৯ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ব্রিটেন প্রতিবছর বিশ্ববাজার থেকে মোট ১১ বিলিয়ন ডলারের নিট পণ্য আমদানি করে, যেখানে শুধু বাংলাদেশ থেকে আমদানি করে ১ দশমিক ২ বিলিয়ন ডলার।