ইসলামী শরীয়াহভিত্তিক প্রথম ইনডেক্স ফান্ডের সাবস্ক্রিপশন শুরু
দেশের প্রথম ইসলামী শরীয়াহভিত্তিক ইনডেক্স ফান্ড ‘অ্যালায়েন্স এসঅ্যান্ডপি শরীয়াহ ইনডেক্স ফান্ড’-এর সাবস্ক্রিপশন গতকাল থেকে শুরু হয়েছে। অ্যাসেট ম্যানেজার এবং সারা দেশে এর সেলস এজেন্টদের মাধ্যমে এটি ক্রয়-বিক্রয় এবং হস্তান্তর
করা হচ্ছে। এটি ওপেন এন্ডেড ফান্ড যেটি কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না, অর্থাত্ স্টক এক্সচেঞ্জে তারল্য না থাকলেও যখন খুশি ভাঙানো যাবে।
ফান্ডটি বিশ্বখ্যাত রেটিং কোম্পানি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের (এসঅ্যান্ডপি) পরিকল্পিত, পরিচালিত এবং গবেষণালব্ধ শরীয়াহভিত্তিক ইনডেক্সকে ব্যবহার করবে। বাংলাদেশে ইসলামী বিনিয়োগের জন্য এসঅ্যান্ডপি এই সূচকটি তৈরি করেছে।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড শরীয়াহ ইনডেক্স ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ও পৃষ্ঠপোষক। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ফান্ডটির ট্রাস্টি এবং ব্র্যাক ব্যাংক কাস্টডিয়ান হিসেবে কাজ করছে।