সৌদি সশস্ত্রবাহিনীর নেতৃত্বে বড় রদবদল

saudiসৌদি আরবের বাদশাহ সালমান সেদেশর সেনা প্রধান সহ সশস্ত্রবাহিনীর তিন প্রধান এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
সেনাপ্রধান, বিমানবাহিনী, পদাতিক বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে বরখাস্তের পর এরই মধ্যে বেশ কয়েকজনকে এসব সামরিক পদে নিয়োগ দেয়া হয়েছে।
সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক খবরে জানায়, সেনাপ্রধানসহ ঊচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। তবে তাদের কী কারণে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসপিএ জানায়, নতুন করে বেশ কয়েকজন নতুন উপমন্ত্রীকেও নিয়োগ দেয়া হয়েছে। শ্রম এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে তামাদার বিনতে ইউসুফ আল রামাহ নামে এক নারীকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া প্রিন্স তুর্কি বিন তালালকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ধনকুবের প্রিন্স আলওয়ালেদ বিন তালালের ভাই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button