ব্রিটেনের প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ইয়েমেনের আনসারুল্লাহ হুথি যোদ্ধাদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ বন্ধ করতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।
ব্রিটেন গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে এই প্রস্তাবে খসড়া বিতরণ করেছিল। প্রস্তাবে ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বৃদ্ধির পাশাপাশি হুথি যোদ্ধাদেরকে অস্ত্র সরবরাহ না করা সংক্রান্ত একটি প্রস্তাব লঙ্ঘনের দায়ে ইরানকে অভিযুক্ত করা হয়।
কিন্তু সোমবার রাতে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে রাশিয়ার ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি।
সোমবার ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির প্রতি ফ্রান্স ও আমেরিকা সমর্থন জানিয়েছিল। প্রস্তাবে আরো বলা হয়েছিল, ইয়েমেনে ইরানের ভূমিকার কারণে দেশটির বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে। এটি পাস হলে এর পরবর্তী প্রস্তাবে সেই ‘অতিরিক্ত ব্যবস্থাগুলো’ অনুমোদন করা হতো।
এর আগেও আমেরিকা ও সৌদি আরবসহ কয়েকটি দেশ ইয়েমেনকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দেয়ার দায়ে ইরানকে অভিযুক্ত করেছিল। কিন্তু ইরান এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সেসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। হুথি যোদ্ধারা বলেছে, ইয়েমেনের সামরিক বাহিনীই তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়িয়েছে।